এবার ফিলিস্তিনের পূর্ণ সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাল চীন

  18-07-2017 10:49PM


পিএনএস ডেস্ক: মধ্যপ্রাচ্যে ‘দুই রাষ্ট্রীয়’ সমাধান এবং ফিলিস্তিনের পূর্ণ সার্বভৌমত্বকে সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার বেইজিংয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন তিনি। চারদিনের সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন মাহমুদ আব্বাস।

বৈঠকে জিনপিং ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং ১৯৬৭ সালের মেনডেট অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানান।

বৈঠক শেষে দুই নেতা পারস্পরিক অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

জিংপিং এক বিবৃতিতে বলেন, চীনের সঙ্গে ফিলিস্তিনের মিত্রতার সম্পর্ক রয়েছে এবং দেশটির সহায়তায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আব্বাস চীনকে ‘তাদের জনগণের সবচেয়ে ভাল বন্ধু এবং তাদের সেরা সমর্থক’ বলে উল্লেখ করেন। সূত্র: রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন