ভোট গণনা শুরু, কে বসবেন রাষ্ট্রপতির সিংহাসনে?

  20-07-2017 12:53PM


পিএনএস ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের ৬২ নম্বর কক্ষে এই ভোটগণনা শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এবার এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ না বিরোধী জোটের মীরা কুমার, কে বসবেন রাষ্ট্রপতির সিংহাসনে তা জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টায় এর ফলাফল জানানো হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের জয় অনেকটাই নিশ্চিত। তবে মীরা কুমারের সঙ্গে তার ভোটের ব্যবধান কত হবে তা নিয়েই এখন আগ্রহ বেশি। এ দিন বিকেলের আগেই সেই সংখ্যাও জানা হয়ে যাবে।

গত ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হয়। ৪১২০ জন বিধায়ক এবং ৭৭৬ জন সংসদ সদস্য মিলিয়ে মোট ৪,৮৯৬ জনের ভোটাধিকার প্রয়োগ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন