যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চীন

  21-07-2017 05:54AM


পিএনএস ডেস্ক: বিশ্ববাজারে ড্রোন বিক্রিতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটন থেকে ড্রোন কিনতে ব্যর্থ অনেক দেশ চীনে ভিড় জমাতে শুরু করছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ সব দেশের কাছে শক্তিশালী সামরিক ড্রোন বিক্রির ওপর রয়েছে মার্কিন বাধা নিষেধ। ফলে বিকল্প হিসেবে এ সব দেশ চীনের বাজারে ভিড় জমাচ্ছে।

প্রতিবেদন বলা হয়, ড্রোন বাজারের শূন্যতা পূরণ করছে চীন। দেশটি সৌদি আরব, ইরাক, মিশর এবং উত্তর কোরিয়ার কাছে সামরিক ড্রোন বিক্রি করছে। এ সব ড্রোন যুক্তরাষ্ট্রের ড্রোনের চেয়ে দামেও কম। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত এবং বাণিজ্যিক আঘাত হিসেবে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন