কাতারে ফের সেনা পাঠিয়েছে তুরস্ক

  21-07-2017 06:23AM


পিএনএস ডেস্ক: কাতারের উপর সৌদি জোটের চলামন নিষেধাজ্ঞার মধ্যে দেশটিতে আবারও সেনা পাঠিয়েছে তুরস্ক।

বুধবার (১৯ জুলাই) তুরস্কের ৬টি সামরিক দল কাতারের তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে পৌঁছেছে।

কাতারের সঙ্গে তুর্কির সামরিক চুক্তির আওতায় এ সেনা পাঠানো হয়েছে বলে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সির।

এর আগে গত ১৯ জুন কাতারে সৈন্য পাঠায় তুরস্ক। তারা তারিক বিন জিয়াদ সামরিক ক্যাম্পে যৌথ প্রশিক্ষণে অংশ নেয়।

তুরস্কের সংসদে কাতার ও তুরস্কের মধ্যে সামরিক চুক্তির ২ দিন পর নতুন করে আরও সৈন্য পাঠালো তুরস্ক। কাতারের বিরুদ্ধে সৌদি জোটের নিষেধাজ্ঞার ১ সপ্তাহ পরেই তুরস্ক তার সংসদে ওই চুক্তির অনুমোদন দেয় এবং দ্রুত সৈন্য পাঠানো হয়।

গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে ৬ দেশ কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তারা কাতারকে ১৩টি শর্ত দেয়। কাতার তাদের শর্ত মানতে অস্বীকার করে। বর্তমানে কাতারের উপর নিষেধাজ্ঞা অব্যহত রয়েছে।

কাতারের উপর নিষেধাজ্ঞার পরপরই তুরস্ক সরাসরি কাতারের পাশে থাকার ঘোষণা দেয় এবং সৈন্য পাঠায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন