‘যুদ্ধ বাঁধলে ভারতের অবস্থা খুবই শোচনীয় হবে’

  22-07-2017 11:39AM


পিএনএস ডেস্ক: ভারতের কাছে এই মুহূর্তে যা অস্ত্র রয়েছে তা খুবই সীমিত। সীমান্তে যুদ্ধ বাঁধলে অস্ত্রের ঘাটতির জেরে ভারতের অবস্থা খুবই শোচনীয় হবে বলে একটি রিপোর্ট পেশ করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল (সিএজি)।

শুক্রবার সংসদে এই রিপোর্টটি পেশ করেছে সিএজি।

ওই রিপোর্টে জানানো হয়েছে, যুদ্ধের জন্য যে পরিমাণ অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়, সেই পরিমাণ অস্ত্র মজুদ নেই। মোট অস্ত্রশস্ত্রের পরিমাণের মাত্র ২০ শতাংশ অস্ত্র দেশে মজুত রয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ওই রিপোর্টে বলা হয়েছে, মাত্র ২০ দিনের ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ করা রয়েছে। যেখানে ৪০ দিনের ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ করা অত্যাবশ্যক।

চীন ও পাকিস্তান ক্রমাগত যুদ্ধের হুমকি দিচ্ছে ভারতকে। যেকোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে জেনেও কেন অস্ত্রশস্ত্র সঠিক পরিমাণে মজুত করা হয়নি এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে।

একইসঙ্গে রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে ১৫২টি গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের মধ্যে এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে মাত্র ৬১ ধরনের অস্ত্র। যা দিয়ে মাত্র ১০ দিনের বেশি যুদ্ধ চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে ক্যাগ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন