আল-আকসা সঙ্কট নিয়ে তুরস্ক-ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

  22-07-2017 12:24PM


পিএনএস ডেস্ক: ইসরাইলি কর্তৃপক্ষ জেরুজালেমের আল-আকসাতে মুসলিমদের উপর নিষেধাজ্ঞা আরোপের পর সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেওয়াত্তুত কভুসোগ্লু ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথোপকথন করেন।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কভুসোগ্লু ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, গতসপ্তাহে গোলাগুলির ঘটনায় পবিত্র মসজিদের পাশ্ববর্তী স্থানে তিনজন ফিলিস্তিনি ও দুইজন ইসরাইলি পুলিশ নিহত হয়। গোলাগুলির ঘটনার পর শুক্রবার ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করে দেয়।

প্রায় ৫০ বছর পর এই প্রথম পবিত্র মসজিদটিতে মুসলিমরা জুম্মার নামাজ আদায় করতে পারলো না।

এছাড়া বর্তমানে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর প্রয়োগ করে ইসরাইল। ইসরাইলের এমন উদ্যোগকে আল-আকসার উপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে প্রতিদিনই বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। এতে তিনজন ফিলিস্তিনি নিহত এবং শত শত আহত হয়েছে। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন