ভারতে যেখানে সেখানে ঘুরছে কুমির, ঘরবন্দি গ্রামবাসী

  22-07-2017 12:37PM


পিএনএস ডেস্ক: ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে হতবাক গণ্ডক লাগোয়া গ্রামের এক বাসিন্দা। উঠোনে ঘুরছে কুমির। এর ফলে সকাল-সন্ধ্যা গ্রামের রাস্তাঘাটে বেরোনোর সাহস পাচ্ছেন না লোকজন। হঠাৎ হঠাৎ সেখানেও হাজির হচ্ছে বিশাল সরীসৃপ!

কুমির-আতঙ্কে ঘুম উড়েছে ভারতের বিহারের পশ্চিম চম্পারনের বগহা ব্লকের কয়েকটি গ্রামের মানুষের। তাঁরা আঙুল তুলছেন গ্রামলাগোয়া গণ্ডক নদীর কুমির প্রকল্পের দিকে। কারণ বর্ষায় বেড়ে গেছে গণ্ডক নদীর পানি। এর ফলে কুমির ঢুকছে গ্রামে গ্রামে।

এলাকাবাসী জানিয়েছেন, প্রশাসনের কাছ থেকে তেমন কোনো সাহায্য না পেয়ে দেশি উপায়ে জাল ফেলে গ্রামে ঢুকে পড়া কুমির ধরছেন তাঁরা। গাছে দড়ি দিয়ে বেঁধে রাখছেন সেগুলিকে। গত চার দিনে মিলেছে দুটি কুমির।

চার দিন আগে রাতে বাড়ির উঠোনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন পটখোলি গ্রামের বিবেক কুমার। পোষা কুকুর হঠাৎ চিৎকার করতে শুরু করে। প্রথমে কিছু টের পাননি তিনি। তখনই দেখতে পান অন্ধকারে বড় কিছু একটা নড়াচড়া করছে উঠোনের এক কোণায়। একটু এগোতেই দেখেন বাড়িতে ঢুকেছে কুমির। ভয়ে চেঁচামেচি জুড়ে দেন তিনি। ভিড় জমে যায়। ততক্ষণে প্রতিবেশীর বাড়িতে ঢুকে যায় কুমিরটি। অনেক কষ্টে সেটি ধরা হয়। খবর পাঠানো হয় বন বিভাগে।

এ বিষয়ে বগহার সরকারি কর্তা ধর্মেন্দ্র কুমার বলেন, 'গ্রামে কুমির ঢোকার খবর পেয়েছি। বন দপ্তরকে জানানো হয়েছে। পটখোলায় মিলেছে একটি কুমির। অন্যগুলি ধরার চেষ্টা চলছে। '

প্রশাসনের হিসেবে, ওই এলাকায় প্রায় ৬টি কুমির ঢুকেছে। দুটি কুমির ধরা গিয়েছে।

এ ব্যাপারে বিহারের প্রধান মুখ্য বনপাল দেবেন্দ্র কুমার শুক্লা বলেন, 'এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ' সূত্র : আনন্দবাজার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন