আর্জেন্টিনার খামারে শয়তানের জন্ম!

  22-07-2017 09:27PM

পিএনএস ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সংস্কৃতিতে শয়তানের আবির্ভাব নিয়ে সব সময় গুজব থাকে। খ্রিস্টধর্মাবলীদের পবিত্র গ্রন্থ বাইবেল-এর ‘বুক অফ রেভেলেশন’-এ মহাপ্রলয়ের যে বর্ণনা রয়েছে তাতে শয়তানকে একাটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এই পশুর আবির্ভাবই শেষ প্রহরের ঘণ্টাধ্বনি শোনাবে।

সম্প্রতি আর্জেন্টিনার সান লুইস প্রদেশে এমনই এক গুজবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্ল্যাডিস ওভেডিও নামের এক নারীর খামারে একটি ছাগলের বাচ্চা জন্মায়, যার মুখে শয়তানের আদল বিদ্যমান বলে জানা যায়।

যদিও মাত্র তিন ঘণ্টা বেঁচেছিল এই ছাগলের বাচ্চাটি। আর তার মধ্যেই গুজব ছড়ায় ‘শয়তানের পুনরাবির্ভাব’-এর।
আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, ছাগলটির মুখাবয়ব অস্বাভাবিক হলেও শরীরের বাকি অংশ স্বাভাবিকই ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন