‘আমার ভাইদের হত্যা করা হয়েছে, ইসরাইলের এই নিষ্ঠুরতা থামাতে হবে’

  23-07-2017 02:04PM


পিএনএস ডেস্ক: মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনে বিষয়ে ওআইসি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আল আকসায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ইসরাইলের এই নিষ্ঠুরতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।

শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মহলকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল কর্তৃক আগ্রাসন থামাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।’

তিনি বলেন, সেখানে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। ইসরাইলের এই উস্কানির বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত।

লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, ‘ওআইসির প্রেসিডেন্ট হিসেবে অবিলম্বে ধর্মীয় কার্যক্রমে বাধা দান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি ইসরাইলি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এরদোগান বলেন, তুরস্কের অবস্থান সব ধরনের হিংস্রতার বিরুদ্ধে। আল আকসায় আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন