মোদি, আইএস ও ইইউ নিয়ে বেফাঁস নেতানিয়াহু

  23-07-2017 03:45PM

পিএনএস ডেস্ক : বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। অথচ বাইরে থেকেও শোনা গেল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদ্বেষী মন্তব্য। ইইউকে ‘উন্মাদ’ ও ‘আত্মধংসী’ বলেন তিনি। বৃহস্পতিবার পূর্ব ইউরোপের চার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু এসব আক্রমণাত্মক বক্তব্য দেন। সেখানে চলে আসে সম্প্রতি ইসরায়েল সফরে যাওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপের কথাও। বিস্ফোরক মন্তব্য করেন আইসিস ও ইরান নিয়েও।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বুধবার সকালের এই রুদ্ধদ্বার বৈঠকের মাইক্রোফোন চালু থাকায় সাংবাদিকেরা তাঁদের হেডফোনে নেতানিয়াহুর কড়া মন্তব্যগুলো শুনতে পান। তবে কয়েক মিনিট পরেই তা বন্ধ হয়ে যায়। টের পাওয়ামাত্র সরকারি লোকজন মাইক্রোফোন বন্ধ করে দেন।

হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভাকিয়ার সরকারপ্রধানদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন পৃথিবীর একমাত্র জোট, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কে শর্ত আরোপ করেছে। সব ক্ষেত্রেই তারা (ইইউ) রাজনৈতিক শর্ত আরোপ করছে। তারা ছাড়া আর কেউ এমন করছে না!’ তিনি বলে চলেন, ‘এটা উন্মাদসুলভ, সত্যিই তাই। আমি আমার স্বার্থের কথা বলছি না। আমি তাদের স্বার্থের কথাই বলছি।’

ইউরোপীয় অ্যাসোসিয়েশনের শর্তগুলো দূর করায় উপস্থিত ইউরোপীয় নেতাদের সাহায্য চেয়ে তিনি বলেন, ‘এর কোনো যুক্তি নেই। ইইউ ইসরায়েলকে খাটো করে নিজেদের নিরাপত্তাকেই দুর্বল করছে...ইউরোপকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি টিকে থাকবে এবং এগিয়ে যাবে নাকি গুটিয়ে যাবে আর হারিয়ে যাবে? আমি হয়তো সঠিক রাজনৈতিক ভাষা ব্যবহার করছি না। কিন্তু যা সত্যি তা সত্যি। ইউরোপের নিরাপত্তা আর অর্থনৈতিক ভবিষ্যৎ দুটো নিয়েই আমি বলছি।’

চীন প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তারা এসব পাত্তা দেয় না। রাজনৈতিক ইস্যুর পরোয়া তারা করে না।’ এরপরেই নরেন্দ্র মোদি প্রসঙ্গে তিনি ভারতের স্বার্থ দেখার প্রয়োজনের কথা জানান। সম্প্রতি নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় সরকারপ্রধান হিসেবে ইসরায়েল সফর করেন। নেতানিয়াহু বলেন, ‘নরেন্দ্র মোদি তাঁর দেশের জন্য আরও বেশি পরিষ্কার পানির প্রয়োজনের কথা বলেছেন। তাঁকে বলতে শোনা যায় যে নরেন্দ্র মোদি বলেছেন, “এটা আমি কোথায় পাব? রামাল্লায় (ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র)? একদম না।”’

নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরায়েলি গরু পৃথিবীর আর সব গরুর চাইতে বেশি দুধ দেয়—ইউরোপীয় গরুদের চাইতে দ্বিগুণ।’

আরব দেশগুলো সম্পর্কে নেতানিয়াহুর মন্তব্য, ‘আরবরা আমাদের সঙ্গে কথা বলে। তারা প্রযুক্তি ও সব বিষয় নিয়েই কথা বলে।’

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমরা খুব সমস্যায় ছিলাম (যুক্তরাষ্ট্রে)। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। ইরানের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) এখন আরও বেশি জড়িত এবং চালাচ্ছে আরও বেশি বোমা বর্ষণ (সিরিয়ায়)। এটা ভালো ব্যাপার।’

আইএস বিষয়ে তাঁর মন্তব্য ছিল খোলাখুলি, ‘আইএসের সঙ্গে আমরা ঠিক আছি, ইরানের সঙ্গে ঠিক নেই।’

সিরিয়া বিষয়ে ইউরোপীয় চার প্রধানমন্ত্রীর কাছে তিনি স্বীকার করেন, ইসরায়েল হিজবুল্লাহর অস্ত্র চালানে ডজনেরও বেশিবার বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পুতিনকে বলেছি, যখন দেখব (ইরান) হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ করছে, আমরা তাদের আঘাত করব। ডজনেরও বেশিবার তা করেছি।’

সূত্র: এনডিটিভি, এপি ও ইসরায়েলি ডেইলি হারের্টজ

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন