ইতালিতে মাদারীপুর ঐক্য পরিষদ গঠনে আলোচনা

  24-07-2017 07:59AM

পিএনএস ডেস্ক: ইতালির ব্যস্ত নগরী নাপলীতে গোটা মাদারীপুরবাসীর প্রচেষ্টায় মাদারীপুর ঐক্য পরিষদ গঠিত হতে যাচ্ছে। রোববার স্থানীয় সময় রাত ৮টায় ফেরদৌস উকিলের বাসভবনে এক ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন নাপলীর প্রবীণ সংগঠক কাউছার মোল্লা। সভা পরিচালনা করেন সুবক্তা হুমায়ন কবির। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাদিম বেপারি, ফেরদৌস উকিল, আসাদ সর্দার, ফারুক হাসান, ফোরহাদ সিপাহি, পলাশ কবিরাজ, ফারুক মাদবর, রিপন মাদবর, জাহাঙ্গীর মুনসি, জাকির খান, লিয়াকত ফকির, আলী মাদবরসহ নাপলি মাদারিপুর প্রবাসিরা। সবাই ব্যক্তিগত ও প্রবাস জীবনে আঞ্চলিক সংগঠনের তাৎপর্য এবং উপকারিতা উল্লেখ করেন।

সবার সম্মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নাদিম বেপারিকে প্রধান করে পাঁচ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফারুক হাসান, হুমায়ন কবির, আতিকুর রহমান, ইলিয়াস হোসেন।

আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তিন মাস সময় দেয়া হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন খুলনা সংগঠনের সভাপতি বশির আহম্মদ, রেজ্জিওয়নে কাম্পানিয়ার সভাপতি জয়নাল আবেদিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন