হঠাৎ কাতারি ওয়েবসাইট আল-জাজিরা খুলে দিল সৌদি আরব

  25-07-2017 08:36AM


পিএনএস ডেস্ক: হঠাৎ করেই কাতারি ওয়েবসাইট আল-জারিরা খুলে দিল সৌদি আরবে। সৌদি আরবের সরকারি এক কর্মকর্তা সোমবার সকালে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর বন্ধ করে দেয়া হয়েছিল ওয়েব সাইটটি। খবর আল জাজিরার।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ ওই কর্মকর্তার টুইটের বরাত দিয়ে জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ করে দেয়া কাতারভিত্তিক ওয়েবসাইট চালু হয়ে গেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আবার ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়ার কথাও জানান তিনি।

সৌদি আরবের আদালতের উপদেষ্টা সউদ আল-তাহতানি স্পষ্ট করে বলেন, উপসাগরীয় সঙ্কট শুরুর প্রথম থেকেই আল জাজিরা ও বিইন স্পোর্টস বন্ধ করে দেয়া হয়েছে।

তবে কোনো বিবৃতি দিয়ে ওয়েবসাইটগুলো হঠাৎ খুলে যাওয়ার বিষয়ে জানানো হয়নি।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মিসরের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসসহ আল-কায়েদা ও বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও সহায়তার অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন