চীন সীমান্তে সুড়ঙ্গপথ বানাচ্ছে ভারত

  25-07-2017 12:53PM


পিএনএস ডেস্ক: চীন সীমান্তে দ্রুত পৌঁছতে ৪১৭০ মিটার উঁচু সেলা পাসে জোড়া সুড়ঙ্গ তৈরি করতে চলেছে ভারতের সীমান্ত সড়ক সংস্থা বিআরও। এর ফলে তাওয়াং থেকে এই পথে ১০ কিমি দূরত্ব কমবে।

জানা গেছে, সুড়ঙ্গ দু’টির দৈর্ঘ্য যথাক্রমে ৪৭৫ মিটার এবং ১৭৯০ মিটার। সেলা-চাব্রেলা গিরিশিরার মধ্যে দিয়ে গিয়ে তারা বর্তমানের বালিপাড়া-চৌদূর-তাওয়াং রোডের নুরারাং প্রান্তে গিয়ে মিশবে।

সোমবার বিআরও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুড়ঙ্গপথে তাওয়াং থেকে তেজপুরে সেনার ৪ কর্পস প্রধান দপ্তরে পৌঁছতে অন্তত এক ঘণ্টা কম সময় লাগবে। এর ফলে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে বমডিলা ও তাওয়াংয়ের মাঝের অংশটি বছরভর চালু থাকবে।’

সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পের জন্য ইতোমধ্যে পশ্চিম কামেংয়ের ডেপুটি কমিশনার সোনাল স্বরূপের কাছে প্রয়োজনীয় সামগ্রী ও ব্যবস্থার তালিকা পাঠিয়েছেন ৪২ বর্ডার রোড টাস্ক ফোর্সের কম্যান্ডার আর এস রাও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন