ট্রাম্পের হাতে আঁকা স্কেচ নিলামে

  27-07-2017 06:53AM

পিএনএস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁকা একটি স্কেচ নিলামে উঠতে চলেছে। ২০০৫ সালে বিশ্বস্বাক্ষরতা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য নিউ ইয়র্ক শহরের স্কাইলাইন বা সীমানার একটি স্কেচ এঁকেছিলেন ট্রাম্প।

মার্কার দিয়ে আঁকা সাদা কাগজের উপর ছবির নিচে রয়েছে ট্রাম্পের স্বাক্ষর। ছবির চারপাশে সোনালি বর্ডার। সেই ছবিটিই এবার নিলাম করবে অনলাইন নিলাম সংস্থা নেট অ্যান্ড স্যান্ডার্স। বিডিং প্রাইস ধরা হয়েছে ৯,০০০ মার্কিন ডলার।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় নিলাম শেষ হবে। ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক শহরের সারবাঁধা আকাশচুম্বী বহুতল, মিসিসিপি নদী এবং ম্যানহ্যাটনের ৬৪ তলার ট্রাম্প টাওয়ার। শিল্প নিয়ে ট্রাম্পের সমঝদারির বিষয়ে তাবড় শিল্প সমঝদাররা সন্দেহ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্টের আঁকা এই স্কেচ যে বহুমূল্য তা নিয়ে নিঃসন্দেহ তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন