চীন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করল ভারত

  12-08-2017 12:27PM


পিএনএস ডেস্ক: সিকিম এবং অরুণাচল প্রদেশে চীনের সঙ্গে বিরাজমান সীমান্ত জুড়ে শুক্রবার সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত। ডোকলামে ভারতীয় বাহিনীর অনুপ্রবেশ নিয়ে চীনের সঙ্গে দু’মাসের বেশি সময় ধরে প্রচণ্ড টানাপড়েন চলার প্রেক্ষাপটে ভারত সীমান্তে সেনা সংখ্যা বাড়াল। ভারতীয় গণমাধ্যম একে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই-কে দেশটির কর্মকর্তারা বলেছেন, পূর্বাঞ্চলে মোতায়েন দেশটির সেনাদের মধ্যে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।

এদিকে, শনিবার দিনের প্রথম দিকে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ভারতীয় লোকসভাকে নিশ্চিত করেছেন যে, ডোকলামের অচলাবস্থাকে ঘিরে তার দেশের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে।

এছাড়া, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় বাহিনীর কাছে পর্যাপ্ত সরঞ্জাম আছে বলেও সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন