মিসাইল কর্মসূচি সম্প্রসারণে ইরানের বিশেষ পদক্ষেপ

  14-08-2017 08:37AM

পিএনএস ডেস্ক: ট্রাম্পের ঘুম উড়িয়ে দিলেন রুহানি। তার সরকার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। আমেরিকা নিপাত যাক- বলে বিলে সমর্থন করেছেন ইরানি পার্লামেন্টের সদস্যরা।

বিবিসি জানাচ্ছে, সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন করেছেন ইরানি পার্লামেন্টের সদস্যরা।

পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে তেহরান-ওয়াশিংটন সম্পর্ক আরও তলানিতে ঠেকবে বলেই মনে করা হচ্ছে। ইরানের জাতীয় আইনসভা মজলিস স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার ” তৎপরতা এবং অ্যাডভেঞ্চারের জবাব দিতে এই পদক্ষেপ।

এর পরিণতি ঘিরে আলোড়িত দুনিয়া। কারণ মিসাইল পরীক্ষা ও পরমাণু কর্মসূচিতে ইরানের অবস্থানের ঘোর বিরোধী আমেরিকা। তাতে তোয়াক্কা না করেই উত্তর কোরিয়ার স্টাইলে এবার ইরান সরকার ক্ষেপণাস্ত্র সম্প্রসারণে জোর দিতে চলল।

গত জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বসায়। পারমানবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ২০১৫ সালে বিশ্বের ছটি দেশের সাথে ইরান একটি মীমাংসা চুক্তি করে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন