স্বল্প খরচে জেরুজালেম সফরের উদ্যোগ তুর্কি এয়ারলাইন্সের

  14-08-2017 06:25PM

পিএনএস ডেস্ক : মাত্র ১৫৯ ডলারের বিনিময়ে ইস্তাম্বুল থেকে জেরুজালেম আসা ও ফিরতি ভ্রমণের প্রস্তাব দিয়েছে তুর্কি এয়ারলাইন্স।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হুরিয়াত ডেইলি নিউজ’ এ তথ্য জানিয়েছে।

এজন্য সোশ্যাল মিডিয়া টুইটারে হ্যাসট্যাগ দিয়ে ‘তুর্কি এয়ারলাইন্সের মাধ্যমে ডিসকাউন্টে জেরুজালেম ভ্রমণ’ নামে একটি পেজ খোলা হয়েছে।


তুর্কি এয়ারলাইন্সের সিইও বিলাল একসি বলেন, ‘জেরুজালেমকে ইহুদীকরণের জন্য ইসরাইলি প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মুসলমানদেরকে বেশি বেশি করে আল আকসা মসজিদ সফরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে আমরা স্বল্প খরচে ইস্তাম্বুল থেকে জেরুজালেমে আসা-যাওয়ার ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘নিরাপত্তার অজুহাতে ইসরাইল মুসলমানদের কাছ থেকে আল আকসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।’

এর আগে মুসলমানদের বেশি করে আল আকসা সফরের আহ্বান জানানোসহ এরদোগান বলেছিলেন, ‘ইসরাইলের বৈধতা ততদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত তারা ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান করে। ইসরাইল জানে যে, নিরাপত্তার নামে তারা মুসলমানদের আল-আকসায় প্রবেশে বাধার সৃষ্টি করতে পারবে না।’

সাম্প্রতিক সময়ে জেরুজালেমের এই পবিত্র স্থানটিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: জিউস বিসনেজ নিউজ

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন