আফগানিস্তানে গণকবরে ৪২ লাশ

  17-08-2017 07:38AM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারে পুল প্রদেশের মির্জা ওয়ালাং গ্রামে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবর থেকে অন্তত ৪২টি লাশ উদ্ধার করা হয়েছে।

আফানিস্তানের তালেবান গোষ্ঠী গত ৫ জুলাই আকস্মিকভাবে হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয় এবং সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। গ্রামটি সম্প্রতি আফগান সেনারা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করে।

স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, হামলায় তালেবানকে সহায়তা করেছে দায়েশ। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জবিউল্লাহ আমানি বলেন, আমরা এ পর্যন্ত মির্জা ওয়ালাং গ্রামে তিনটি গণকবরের সন্ধান পেয়েছি এবং সেখান থেকে ৪২টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের মধ্যে তিনটি শিশু রয়েছে এবং বেশ কয়েকজনের দেহ থেকে মাথা কেটে ফেলা হয়েছে। জবিউল্লাহ আমানি জানান, একটি কবরে ২৩টি, আরেকটিতে ১১টি এবং অন্যটিতে আটটি লাশ পাওয়া গেছে। গ্রামটি দখলের পর ২৩৫ জনকে পণবন্দী করেছিল তালেবান। পরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে চুক্তির পর সন্ত্রাসীরা এসব বন্দীকে মুক্তি দেয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন