অস্ট্রেলিয়াই ‘বোরকা’ নিষিদ্ধের প্রস্তাব নিয়ে বোরকা পরে সংসদে!

  17-08-2017 04:40PM

পিএনএস ডেস্ক:অস্ট্রেলিয়ায় ‘বোরকা’ নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে এবার নিজেই বোরকা পরে সংসদে হাজির হলেন অস্ট্রেলিয়ার উগ্র-ডানপন্থী দল ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন।

অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধ করার দাবিতে তার দল প্রস্তাব আনার আগে বৃহস্পতিবার আপাদমস্তক বোরকা দিয়ে ঢাকা হ্যানসন সিনেটে প্রবেশ করে তার আসনে গিয়ে বসেন। খবর বিবিসির।

অবশ্য অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রী অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রানডিস সিনেটর হ্যানসনের এ ধরনের প্রতিবাদের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি তাকে সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের কাজে তার বিরুদ্ধে কোনো ধর্মীয় সম্প্রদায়কে অবমাননা করার অভিযোগ উঠতে পারে।

ব্রানডিস বলেন, না, সিনেটর হ্যানসন, আমরা বোরকা নিষিদ্ধ করবো না। তার এ বক্তব্যের পর সিনেটের বিরোধীদলীয় সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করেন।

এদিকে এক বিবৃতিতে পলিন হ্যানসন বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখা বোরকা বাতিল করা গুরুত্বপূর্ণ ছিল। আজ বৃহস্পতিবার হ্যানসনের বোরকা বাতিলের প্রস্তাবটি নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন