গুয়াতেমালার হাসপাতালে হামলা; নিহত ৭

  18-08-2017 02:59AM

পিএনএস ডেস্ক: গুয়াতেমালার একটি হাসপাতালে সন্ত্রাসী গ্রুপের হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২জন। বুধবার রাজধানী গুয়াতেমালা সিটির রুজভেল্ট হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

সান হুয়ান ডি ডায়স হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। এই হাসপাতালের পরিচালক এডউইন ব্রাভো জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছেন।

পুলিশের মুখপাত্র জর্জ আগুইলার জানিয়েছেন, ‘কারাদণ্ড পাওয়া অ্যান্ডারসন ড্যানিয়েল ক্যাবরেরা নামে মারা সালভাত্রুচা গ্যাংয়ের এক সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। সন্দেহভাজন হামলাকারীরা তাকে মুক্ত করার চেষ্টা করেছিল।’

তিনি জানান, হামলাকারী সাতজনের মধ্যে পাঁচজনকেই পুলিশ আটক করেছে। এরা সবাই রাইফেল নিয়ে হামলা চালাতে এসেছিল। আসামি ক্যাবরেরা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ২০১৩ সাল থেকে ক্যাবরেরা কারাগারে ছিল বলেও জানান আগুইলার।

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালস বলেছেন, ‘এ ঘটনার জন্য যারা দায়ী, তাদেরকে খোঁজে অভিযান চলবে এবং তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনী আটক করবে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন