বার্সেলোনার লাস রামব্লাসে হামলার দায় স্বীকার আইএসের

  18-08-2017 09:08AM


পিএনএস ডেস্ক: স্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে, তাদের সৈনিকরা এই হামলা চালিয়েছে।

গত বৃহস্পতিবার পর্যটকদের কাছে আকর্ষণীয় লাস রামব্লাসে মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ি উঠিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জনের মতো আহত হন। এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাতালান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাস রামব্লাস এভিনিউয়ে দ্রুতগতির ভ্যানটি পথচারিদের উপর উঠিয়ে দিলে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।

টম গুয়েলার নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি অনেকের আর্তনাদ ও ভাঙাচোরার শব্দ শুনতে পাই। তারপরই দেখি ভ্যানটি রামব্লাসের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে জানতে পারি, এটা সন্ত্রাসী হামলা বা এ রকম কিছু একটা।

তিনি আরো বলেন, এটা মোটেই গতি কমায়নি। এটা ভিড়ের মাঝখান দিয়ে সোজা চলে যাচ্ছিল।


এদিকে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে তারা।

অপরদিকে স্পেনের গণমাধ্যমে বলা হচ্ছে, গোলাগুলির সময় আরেক হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এ ঘটনার পর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। কাছাকাছি মেট্রো ও ট্রেন স্টেশনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার ঘটনা ঘটে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন