স্পেনের পতাকার রঙে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চূড়া

  18-08-2017 10:41AM

পিএনএস ডেস্ক:স্পেনের বার্সেলোনা শহরে ভয়াবহ ভ্যানগাড়ি হামলায় ১৩ জন নিহত ও ৮০ জনেরও বেশি আহতের ঘটনায় শোকাতুর ও স্তম্ভিত গোটা বিশ্ব।

স্পেনের কাতালান রাজ্যে এ হামলার পরপরই স্পেনের প্রতি সহমর্মিতা জানিয়েছে দেশটির পতাকার রঙে শোভিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অন্যতম স্থাপনা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চূড়া।

এরআগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে হঠাৎ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামলায় হাঁটতে থাকা শত শত পথচারীর ওপর একটি সাদা পিকআপভ্যান তুলে দেওয়া হয়।

ওই হামলার সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই পর্যটক।

ভয়াবহ ওই হামলার পরপরই কাতালার রাজ্যের অন্যতম শহর ক্যামব্রিলসে দ্বিতীয়বার ভ্যানগাড়ি হামলাচেষ্টা প্রতিহত করে পুলিশ।

ক্যামব্রিলসে সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যার মাধ্যমে আরেকদফা হামলাচেষ্টা ঠেকিয়ে দেয় পুলিশ। ওই পাঁচজনের শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল।

এদিকে, বার্সেলোনায় এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে স্পেনের প্রধানমন্ত্রী একে অভিহিত করেছেন ‘জিহাদি হামলা’ নামে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন