৪০ ভাগ মার্কিনি চায় ট্রাম্পকে সরিয়ে দেয়া হোক

  19-08-2017 01:01AM



পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ বা অভিশংসন করার পক্ষে আমেরিকার শতকরা ৪০ ভাগ মানুষ সমর্থন জানিয়েছেন।

তারা চান- ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হোক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

পাবলিক রিলিজওন রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআরআই এ জরিপ চালিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে পরিচালিত এক জনমত জরিপে শতকরা ৩০ ভাগ মানুষ ট্রাম্পকে ইমপিচ করার প্রতি সমর্থন জানিয়েছিলেন; এখন তা বেড়ে শতকরা ৪০ এ দাঁড়ালো।

জরিপের তথ্য অনুসারে, শতকরা ৩৮ ভাগ মানুষ ট্রাম্পের প্রতি মোটামুটি সমর্থন জানিয়েছেন; এর বিপরীতে শতকরা ৫৬ ভাগ মানুষ তাদের অসন্তুষ্টির কথা বলেছেন।

এছাড়া, বিভিন্ন জরিপ থেকে দেখা যাচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পই হচ্ছেন আমেরিকার সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট।

গত মাসে গ্যালুপ পরিচালিত এক জরিপে দেখা গেছে- ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তায় যে ধস নেমেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা কোনো প্রেসিডেন্টেরও এত কম জনপ্রিয়তা ছিল না।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন