‘ইরাক কখনোই ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না’

  20-08-2017 12:59AM

পিএনএস ডেস্ক: তেহরান ও বাগদাদের মধ্যে ঐতিহাসিক এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ইরাকের রাজনৈতিক নেতা ও প্রখ্যাত আলেম সাইয়্যেদ মুক্তাদা আস-সাদর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, ইরাক কখনোই তেহরান এবং তার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না। আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যোগ দিতেই সাম্প্রতিক সময়ে কয়েকটি আরব রাষ্ট্র সফর করেছেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাও নাকচ করে দেন মুক্তাদা আস সাদর।

ইরাকের প্রেসিডেন্ট হায়দার আল এবাদির সাথে পূর্ণ বোঝাপড়া এবং সমন্বয়ের মাধ্যমে এসব সফর সংঘঠিত হয়েছে বলে জানান তিনি।

আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে চলমান উত্তেজনা নিরসন করাই এসব সফরের প্রধান উদ্দ্যেশ্য বলে ইরাকের এ প্রভাবশালী আলেম উল্লেখ করেন।

ইরাকের প্রখ্যাত এ আলেম সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সেদেশ সফরে গেছেন। এছাড়া, তিনি বাহরাইনও সফর করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন