‘শুধু যুক্তরাষ্ট্রে হামলার জন্যই আমাদের পরমাণু অস্ত্র’

  20-08-2017 12:57PM


পিএনএস ডেস্ক: আমেরিকা ছাড়া আর কোনো দেশে হামলা চালানোর জন্য পিয়ংইয়ং পরমাণু অস্ত্র তৈরি করেনি। মার্কিন সরকারের অনুগত পশ্চিমা গণমাধ্যম এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে আরো কিছু দেশকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চায় বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং বলেছে, কিন্তু উত্তর কোরিয়ার হামলার একমাত্র টার্গেট যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন রবিবার এক নিবন্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংবাদ মাধ্যমটি আরো বলেছে, অন্য কোনো দেশ যদি পিয়ংইয়ং বিরোধী তৎপরতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট না বাধে তাহলে সেসব দেশের কোনো ভয় নেই।

উত্তর কোরিয়া এর আগে ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতি এবং হামলা চালানোর হুমকির কারণে পরমাণু অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং। ওয়াশিংটন যাতে পরমাণু যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আত্মরক্ষার স্বার্থে এই অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন