‘তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি অবৈধ’

  20-08-2017 03:31PM


পিএনএস ডেস্ক: তুরস্কের সঙ্গে কাতারের প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করার দাবি কাতারের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন আঙ্কারায় দেশটির রাষ্ট্রদূত সালেম বিন মুবারক আল-শফি।

কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের জন্য প্রতিবেশি কয়েকটি দেশের দাবি সম্পর্কে শনিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে রাষ্ট্রদূত সালেম বিন মুবারক আল-শফি বলেন, ‘এটি সব ধরনের আন্তর্জাতিক আইন ও নিয়মের বিরুদ্ধে। তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়া এবং দেশটির সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক ছিন্নের দাবি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে একটি সুস্পষ্ট হস্তক্ষেপ।’

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে এটি আমাদের সার্বভৌমত্বের অধিকারের লঙ্ঘন এবং আমাদের উপর অভিভাবকত্ব খাটানোর চেষ্টা।’

সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার অভিযোগে গত ৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সমুদ্র ও সীমান্ত অবরোধ করে।

এই অবরোধ তুলে নেয়ার বিনিময়ে ওই চার দেশ কাতারকে ১৩ দফা দাবি পেশ করে। এরমধ্য রয়েছে স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা ও দোহায় তুর্কি ঘাঁটি বন্ধ করে দেয়ার দাবি। এসব দাবি পূরণ না হলে আরো অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দেয় তারা।

তবে, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার অভিযোগ দোহা অস্বীকার করে।

আল শফী বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতার রাজনৈতিক, আর্থিক এবং সামরিকসহ সব ধরনের প্লাটফর্মের একটি সক্রিয় সদস্য। একইভাবে আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গেও আমরা আছি।’

অবরোধের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা এবং আমাদের মুক্ত সিদ্ধান্তকে স্পর্শ করে এমন কিছু বিষয়ে আমরা সংলাপে বসতে পারি না।’ সূত্র: আনাদুলো এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন