পাকিস্তানে ২৯৮ ভারতীয়কে নাগরিকত্ব প্রদান

  21-08-2017 10:43AM

পিএনএস ডেস্ক:গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয় অভিবাসীকে পাকিস্তানের নাগরিকত্ব প্রদান করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে সে কথা জানান পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী।

তিনি জানান, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৯৮ জন ভারতীয় অভিবাসীকে পাকিস্তান নাগরিকত্ব দিয়েছে। পাকিস্তানের শাসক দলের নেতা শেখ রোহেল আসগার ন্যাশনাল এসেমব্লিতে এ সংক্রান্ত প্রশ্ন করেন। তার জবাবে এই তথ্য পেশ করেন পাকিস্তানি মন্ত্রী।

তথ্য অনুযায়ী, ২০১২ সালে পাকিস্তান প্রশাসন ৪৮ জন ভারতীয়কে নাগরিকত্ব প্রদান করে। ২০১৩-১৪ সালে তা বেড়ে হয় যথাক্রমে ৭৫ এবং ৭৬। এরপর ২০১৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১৫তে।

আবার ২০১৬ সালে বেড়ে হয় ৬৯। চলতি বছর এপ্রিল পর্যন্ত ১৫ জন ভারতীয় পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছে। যদিও পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া মোটেও সহজ নয়।

এদিকে, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও মায়ানমার থেকে বহু মানুষ অবৈধভাবে সে দেশে বসবাস করছে বলে জানান পাকিস্তানি মন্ত্রী।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন