এরদোগানের সমালোচককে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে স্পেন

  21-08-2017 01:57PM


পিএনএস ডেস্ক: তুরস্কের অনুরোধে স্পেনে গ্রেপ্তার হওয়া তুর্কি সরকারের সমালোচক ডোগান আকানলিকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে।

তুর্কি বংশোদ্ভূত এই জার্মান তুরস্কের মানবাধিকার নিয়ে অনেক দিন ধরেই লেখালেখি করেছেন।

তিনি সাধারণত জার্মানিতে বসবাস করেন। তার গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার গ্রেপ্তার নিয়ে তুরস্কের তীব্র সমালোচনা করেছেন।

আকানলির আইনজীবী ইলিয়াস উয়ার জানান, মাদ্রিদে থাকার শর্তে তাকে মুক্তি দেয়া হয়।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সংগ্রামের যথার্থ মূল্য রয়েছে। ডোগান আকানলি এখন মুক্ত।’

শনিবার গ্রানাডা শহর থেকে আখলিকে আটক করা হয়। তিনি সেখানে ছুটি কাটাচ্ছিলেন্।

তাকে গ্রেপ্তারের জন্য তুরস্কের অনুরোধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল।

ভোটারদের সঙ্গে এক টেলিভিশন ফোরামে বক্তব্য রাখার সময় মার্কেল আকনলির মুক্তির স্বাগত জানালেও ইন্টারপোলকে অপব্যবহারের বিরুদ্ধে তুরস্ককে সতর্ক করে দেন।

৬০ বছর বয়সী আখানলি ২০০৭ সালে তুর্কি-আর্মেনিয়ার সাংবাদিক হ্র্যান্ট ডিকের হত্যা এবং ১৯১৫ সালে অটোমান তুর্কিদের দ্বারা আর্মেনীয়দের হত্যা সম্পর্কে সমালোচনামূলক লেখা লিখেছেন।

গত বছর তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে বেশ কয়েকজন সাংবাদিককে কারাদণ্ড করা হয়েছে এবং সরকারের সমালোচনাকারী সংবাদমাধ্যমগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন