আফগানিস্তানের একটি জেলা তালেবানদের দখলে

  22-08-2017 01:59AM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের খামাব জেলা সোমবার তালেবানরা দখল করে নিয়েছে। জেলা গভর্ণর আহমেদ খান একথা জানান। খবর সিনহুয়ার।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে খান বলেন, ‘তালেবানরা আজ খামাব জেলা দখল করে নিয়েছে। এখন জেলা সদরদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

বিস্তারিত উল্লেখ না করে ওই কর্মকর্তা জানান, সরকারি বাহিনী এ জেলার পুনঃনিয়ন্ত্রণ নিতে পাল্টা অভিযান চালাচ্ছে। এ প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি জানান, খামাব জেলার নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ চলছে। তবে এ বিষয়ে তালেবানদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন