দক্ষিণ আফ্রিকায় চার নরখাদকের বিচার শুরু

  22-08-2017 10:41PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার আদালতে চার নরখাদকের বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়া ব্যক্তিদের একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন তিনি মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ব্যাগ থেকে মানুষের একটি পা এবং একটি হাত বের করে দিয়েছিলেন। এরপর তাকে সঙ্গে নিয়ে কোয়াজুলু-নাটাল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও কয়েকজন মানুষের অঙ্গ উদ্ধার করে।

গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে দু'জন ঝাড়-ফুঁক করার ওঝা।

পুলিশের একজন মুখপাত্র জানান, ২২ থেকে ৩২ বছর বয়সী এই চার ব্যক্তি বড় কোনো নরমাংসভোজী দলের সদস্য। ওই বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সেখান থেকে উদ্ধার করা অঙ্গগুলো একই মানুষের না বিভিন্ন জনের তা এখনও পরিষ্কার নয়।

সূত্র : বিবিসি

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন