গৃহকর্মীদের সুরক্ষায় নতুন আইনের অনুমোদন দিয়েছে কাতার

  24-08-2017 03:04PM


পিএনএস ডেস্ক: গৃহকর্মীদের সুরক্ষায় নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে কাতার। এই আইন অনুযায়ী একজন গৃহকর্মীকে দিয়ে সর্বাধিক ১০ ঘণ্টা কাজ করানো যাবে। এছাড়াও এতে সপ্তাহে এক দিন এবং বছরে তিন সপ্তাহ বার্ষিক ছুটির বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল-থানি নতুন এই আইনের অনুমোদন করেন।

কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুয়ায়ী, নতুন এই গার্হস্থ্য কর্মসংস্থান আইনে প্রত্যেক মাসের শেষে শ্রমিকদের বেতন প্রদানের জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে এবং সপ্তাহে কমপক্ষে এক দিন এবং বছরে তিন সপ্তাহ বার্ষিক ছুটির বিধান রাখা হয়েছে।

কর্মীদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে বাৎসরিক পরিষেবার জন্য ন্যূনতম তিন সপ্তাহের মজুরির সমতুল্য পরিষেবা প্রদানেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও, নতুন এই আইনে ৬০ বছরের অধিক এবং ১৮ বছরের কম বয়সী বিদেশিদের কর্মী নিয়োগ করা নিষিদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার বিদেশি শ্রমিক গ্যাস সমৃদ্ধ দেশটিতে কাজ করছেন। তাদের মধ্য প্রায় ১,০০,০০০ জন নারী গৃহকর্মী হিসেবে বাসা-বাড়িতে কাজ করছেন।

নতুন আইনে গৃহকর্মীর পাশাপাশি ঝাড়ুদার, মালি এবং চালকরাও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন