চীনের থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনছে পাকিস্তান!

  16-09-2017 11:05AM

পিএনএস ডেস্ক:চীনের কাছ থেকে আটটি আধুনিক এবং শক্তিশালী সাবমেরিন কিনতে চলেছে পাকিস্তান। মনে করা হচ্ছে এটাই চীনের এবছরের সবথেকে বেশি টাকার যুদ্ধাস্ত্র লেনদেন।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু না জানায়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকদিনের মধ্যেই এই সাবমেরিন সংক্রান্ত চুক্তিতে সই করতে চলেছে পাকিস্তান ও চীন।

জানা গেছে, পাকিস্তানের হাতে চলা সাবমেরিনগুলো প্রযুক্তি নির্ভরভাবে তৈরি করা হচ্ছে। সেগুলোতে মোতায়েন থাকছে আধুনিক মিসাইল সিস্টেম। তবে এটাই প্রথম অস্ত্র লেনদেন নয়। চীন সবথেকে বেশি বিদেশী অস্ত্র বিক্রি করে পাকিস্তানের কাছেই। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে সামরিক দিক ক্ষেত্রে শক্তিশালীও হচ্ছে চীন। যুদ্ধবিমান বানাতেও পাকিস্তানকে সাহায্য করবে চীন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন