জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  16-09-2017 01:51PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি আগামী সোমবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিয়ে তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউএনজিএ’র অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী অনেক বিশ্ব নেতা এবং জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সর্বোচ্চ আদালত আব্বাসির পূর্বসূরি নওয়াজ শরিফকে অপসারিত করায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বৈদেশিক সম্পর্কের ওপর ভাষণ দেবেন এবং তিনি ইউএস-পাকিস্তান বিজনেস কাউন্সিলের সাথে মত বিনিময় করবেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাথেও কথা বলবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন