`সেনা অপরাধ বন্ধের এটাই সু চির শেষ সুযোগ, নইলে পরিণতি হবে ভয়ঙ্কর'

  17-09-2017 12:14PM


পিএনএস ডেস্ক: মায়ানমারকে সতর্ক করে দিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটাই মায়ানমারের নেত্রী অং সান সু চির শেষ সুযোগ। এরমধ্যে তিনি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা পালন না করলে এবং মায়ানমারের সেনাবাহিনী অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর।

মায়ানমারের রাখাইনের পরিস্থিতিকে তিনি জাতিগত নিধন আখ্যায়িত করেন।

এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক চিঠিতে মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ওই চিঠিতে মায়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে যেভাবে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে আসছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেন আন্তোনিও গুতেরেস।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের ফলে আরো ব্যাপক এলাকাজুড়ে অস্থিতিশীলতা দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, রাখাইনের সহিংসতা মানবিক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে।

এদিকে মায়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনে কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী হয়ে বাংলাদেশে আসতে পারে। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন