উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে কুয়েত ছাড়ার নির্দেশ

  17-09-2017 11:10PM

পিএনএস ডেস্ক: কুয়েতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে এক মাসের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে নিয়োজিত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এবং দূতাবাসের আরো শীর্ষ তিন কর্মকর্তাকে এ নির্দেশ দেয়া হয়েছে।

কুয়েতের জ্যেষ্ঠ এক কূটনীতিকের বরাত দিয়ে রবিবার ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

খবরে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছে, কুয়েতে উত্তর কোরিয়ার কূটনৈতিক উপস্থিতি হ্রাস করা হবে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও তিন কূটনীতিককে কুয়েত ত্যাগ করতে হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন