ফ্লোরিডায় ইরমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে অর্ধশত

  19-09-2017 11:56AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হারিকেন ইরমার আঘাতে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ঝড়টি এই রাজ্যে আঘাত হানে।

ফ্লোরিডা জরুরি ব্যবস্থাপনা বিভাগ সরকারিভাবে মৃতের সংখ্যা ৩৪ বলে উল্লেখ করলেও কিসের আটজন এবং উত্তর মিয়ামির হলিউডে একটি নার্সিং হোমে আরো যে আটজনের মৃত্যু হয়েছে তা ওই সরকারি হিসেবের সাথে যোগ করা হয়নি।

এদিকে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, হারিকেন ইরমার আঘাতে কিসের এক চতুর্থাংশ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
বাহামায় সমুদ্র উধাও

বাহামা দ্বীপপুঞ্জ থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা গেছে, ঘূর্ণিঝড় ইরমার অভিঘাতে সেখানে কোনো কোনো জায়গায় সমুদ্র বহুদূর পর্যন্ত উধাও হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন লং আইল্যান্ড নামে একটি দ্বীপের চারপাশে সমুদ্রের পানি যেন হঠাৎই শূন্যে মিলিয়ে গেছে।
বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, হারিকেনের ফলে যে প্রবল নিম্নচাপ সৃষ্টি হয় তা অনেক সময় এভাবে উপকূলীয় অঞ্চল থেকে সমুদ্রের পানিকে শুষে নেয় - তখন বাইরে বেরিয়ে পড়ে পানির নিচে থাকা কর্দমাক্ত সমুদ্রতল।

বাহামার ওই সমুদ্র ও সোনালি সৈকত কীভাবে হাওয়ায় মিলিয়ে গেছে - অনেকেই সোশ্যাল মিডিয়াতে তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
তবে বিজ্ঞানীরা বলছেন, ঘূর্ণিঝড়ের এই প্রভাবটা সাময়িক।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন