‘রোহিঙ্গা নিধন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে’

  20-09-2017 11:23AM

পিএনএস ডেস্ক: মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতার প্রতিবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যদি মায়ানমারের এ দুঃখজনক ঘটনা থামানো না হয়, তবে মানবতার ইতিহাসে এটি আরেকটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভার ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সন্ত্রাসবাদের অজুহাত দিয়ে রাখাইনের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘চরম দারিদ্যসীমায় বসবাস করা এবং নাগরিক স্বীকৃতি না পাওয়া রোহিঙ্গা মুসলমানদের গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে এবং হাজার হাজার রোহিঙ্গাকে স্থানচ্যুত করে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে।’

আন্তর্জাতিক সম্প্রদায় একে ‘মানবিক দুর্যোগ’ হিসেবে গভীর মনোযোগ দেয়নি বলেও তিনি সমালোচনা করেন।

এদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিঞ্চলীয় সরকার (কেআরজি )কে আগামী সপ্তাহে স্বাধীনতার জন্য আয়োজিত গণভোট স্থগিত করার আহ্বান জানান এরদোগান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এতে এ অঞ্চলে আরো অস্থিতিশীলতা সৃষ্টি হবে। তিনি বাগদাদের সাথে আঞ্চলিক সরকারগুলোর সংহতিকে গুরুত্বারোপ করেন। সূত্র: আনাদুলু নিউজ এজেন্সি অবলম্বনে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন