সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

  21-09-2017 04:27AM

পিএনএস ডেস্ক:বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে ব্রিটিশদের সঙ্গে চুক্তি করল ইরান। প্রায় ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্রিটেন প্রায় হাফ বিলিয়ন ইউরোর খরচ করবে।

বুধবার লন্ডনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত হামিদ বাদি নেজাত এবং ব্রিটিশ বাণিজ্য এবং জ্বালানিমন্ত্রী আলেক্স ক্রিসহোম উপস্থিত ছিলেন। আগামী দুই বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে ইরানে মধ্যাঞ্চলে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে কথা রয়েছে। ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই প্রথম ব্রিটেনের সঙ্গে কোনও বড় চুক্তি স্বাক্ষরিত হত।

ইরান বর্তমানে ৬৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন করে। সৌর বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ইয়াজদ, কেরমান, ইস্পাহান এবং হামেদানে রয়েছে। এছাড়া, ইরান বর্তমানে মোট ৭৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং এর বেশির ভাগই উৎপাদিত হয় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল-গ্যাস নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন