ময়ানমারে রোহিঙ্গারা গণহত্যার শিকার হচ্ছে: ম্যাক্রন

  21-09-2017 11:42AM


পিএনএস ডেস্ক: মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গারা দেশটির সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার হচ্ছে এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন।

বুধবার স্থানীয় সময় নিউইয়র্কে ফরাসী টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এফপি টুইটারে এই খবর জানিয়েছে।

সংখ্যালঘু শুদ্ধি অভিযানের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আমরা চলমান গণহত্যা ও জাতিগোষ্ঠী নিশ্চিহ্নকরণের নিন্দা জানাতে কাজ করবো।’

‘জাতিসংঘকেই এই সহিংসতা বন্ধের আহ্বান জানাতে হবে বলে জানিয়ে ফরাসী প্রেসিডেন্ট বলেন, সেখানে মানবিক ত্রাণ সহায়তা জোরদারের আহ্বান জানাতে হবে। জাতিসংঘ যখন আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাবে, তখন এই বৈশ্বিক সংস্থাটির অধীনেই মায়ানমারে হস্তক্ষেপ করার মতো কার্যক্রমে নেয়া সম্ভব।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন