‘গণভোট হলে কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেবে তুরস্ক’

  21-09-2017 11:54AM


পিএনএস ডেস্ক: ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, কুর্দিস্তান যদি বিচ্ছিন্ন হওয়ার জন্য গণভোট অনুষ্ঠান করেই তাহলে আংকারা এ ব্যবস্থা নেবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৭২তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেয়ার অবকাশে তিনি বুধবার নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এরদোগান জানিয়েছেন, তার সরকারের মন্ত্রিসভা সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছে। আগামী শুক্রবার তুর্কি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।

এরদোগান বলেন, কুর্দিস্তানের বিষয়ে তুর্কি সরকারের অবস্থান কী হবে এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে মন্ত্রিসভা তা ঠিক করবে। তবে নিষেধাজ্ঞা আরোপ করলে তা কোনো সাধারণ নিষেধাজ্ঞা হবে না বলে তিনি জানান।

এরদোগান বলেন, ‘আমরা আমাদের চূড়ান্ত চিন্তাভাবনা মন্ত্রিসভা ও জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের মাধ্যমে জানাব।’

এর আগে, এরদোগান জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের কুর্দিস্তানে আসন্ন গণভোট মধ্যপ্রাচ্যে নতুন দ্বন্দ্বের জন্ম দেবে। তবে, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন