অাবারও ইরানের ২৯ টন এাণ

  22-09-2017 02:16AM

পিএনএস ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রােহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইরানের পাঠানো ২৯ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ত্রাণবাহী ইরানের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণসংযোগ কর্মকর্তা মাহফুজুল হক পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় আরো ২৯ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইরান। বিকাল ৩টায় ত্রাণবাহী ইরানের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে। ওই চালানে রয়েছে তাবু, কম্বল, শতরঞ্জী ও ঔষধপত্র।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর একটি কার্গো বিমানে করে ৪১ টন ত্রাণ সামগ্রী পাঠায় ইরান। পরদিন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

প্রথম দফায় পাঠানো ওই ৪১ টন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তাঁবু, কম্বল, চা, চিনি, তেল, জামাকাপড়, ওষুধসহ ৯ ধরনের পণ্য সামগ্রী।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন