রোহিঙ্গা ঠেকাতে বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত

  22-09-2017 09:53AM


পিএনএস ডেস্ক: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ইন্দো-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। একই সঙ্গে সীমান্ত এলাকাজুড়ে নজরদারি জোরদার করেছে বিএসএফ।

বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (ইস্টার্ন কমান্ড) আর পি সিং বলেছেন, আমরা আমাদের সেনাদের সতর্ক করেছি, ভারত-বাংলাদেশ সীমান্তের পুরো ৪,০৯৬ কিলোমিটার এলাকায় আমাদের সরঞ্জাম জড়ো করেছি।

তিনি বলেন, যথার্থ নথিপত্র ছাড়া যে কাউকে আটক করার জন্য বিএসএফকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, সীমান্ত অলঙ্ঘনীয়। এ কারণে কোনো লোকই পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করতে পারে না, তা সে রোহিঙ্গা, বাংলাদেশি বা অন্য যে কেউই হোক না কেন।

বিএসএফ কর্মকর্তা বলেন, তার বাহিনীর সদস্যরা বেশ সতর্কতার সাথে পুরো সীমান্ত পাহারা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, আমাদের হাতে ৮৫ হাজার সদস্য আছে। তারা পুরো ইন্দো-বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে। সংখ্যাটি যথেষ্ট।

এদিকে রোহিঙ্গাদের বহিষ্কার চেয়ে কেন্দ্রীয় সরকারের সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন