থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত

  22-09-2017 02:01PM

পিএনএস ডেস্ক:থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দক্ষিণের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশের পাতানি শহরে নির্মাণাধীন একটি সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামপন্থি জঙ্গিরাই বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করছে পুলিশ।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন- 'বোমা পুঁতে রাখা দলটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার বহু পুরাতন এই কৌশলটি ব্যবহার করেছে। ”

যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন