তুরস্কের উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

  23-09-2017 01:59PM


পিএনএস ডেস্ক: কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৯ জন।

মাছ ধরার নৌকায় ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। ওই নৌকার ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গর্ভবতী এক নারীকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।

তুরস্কের উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কেফকেন জেলার উপকূলে কৃষ্ণ সাগরে নিখোঁজ অভিবাসী ও শরণার্থীদের উদ্ধারে অভিযান চলছে। কেফকেন জেলা ইস্তাম্বুল থেকে ১৩০ কিলোমিটার পূর্বে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, নৌকাটিতে সম্ভবত ৭০ জনের মতো লোক ছিল। তাদের অধিকাংশই ইরাকের নাগরিক। তারা রোমানিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন