জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

  24-09-2017 12:53AM


পিএনএস ডেস্ক: উত্তর আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

শনিবার দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আকাশসীমা থেকে সমুদ্রপৃষ্ঠে জাহাজে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, একটি সি কিং হেলিকপ্টার থেকে সমুদ্রে থাকা টার্গেটে আঘাত হানার উপযোগী এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ জাকাউল্লাহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ এবং পুরো নৌ-বহরের প্রশংসা করেছেন তিনি।

মুহাম্মদ জাকাউল্লাহ বলেন, ‘পাকিস্তানি নৌবাহিনীকে নিয়ে আমি গর্বিত এবং পেশাদারিত্বের জন্য কর্মীদের অভিনন্দন।

তিনি বলেন, হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও পেশাদারি দক্ষতার স্পষ্ট প্রমাণ।

এর আগে গত মার্চে পাকিস্তান নৌবাহিনী স্থল থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। উপকূলীয় অঞ্চল থেকে ছোড়া জাহাজবিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্র উন্নত প্রযুক্তিতে সজ্জিত ছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন