নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরে নিহত ৩

  25-09-2017 02:28PM



পিএনএস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নিহতদের পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত বছর উরির সেনাঘাঁটিতে হামলার মতো আরেকটি হামলার পরিকল্পনা তারা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। খবর এনডিটিভি।

রবিববার সকালে কালগাই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পর বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি টেরে পেয়ে গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

এক সেনা কর্মকর্তা বলেন, বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে তল্লাশি অভিযান অ্যানকাউন্টারে পরিণত হয়

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন