পিরামিডের আরেকটি রহস্য উদ্ঘাটন

  25-09-2017 09:16PM

পিএনএস ডেস্ক : পিরামিডের একটি বড় রহস্য বহুদিন ধরেই মানুষের মনে প্রশ্ন তৈরি করছিল। এত বিশাল বিশাল পাথর কিভাবে আনা সম্ভব হয়েছিল বহুদূর থেকে?

সম্প্রতি গবেষকরা সে রহস্যের সমাধান করতে পেরেছেন বলে দাবি করেছেন।

তারা জানান, ভারি পাথর পরিবহনের জন্য নৌকা ব্যবহার করেছিল মিশরীয়রা।

নতুন এক গবেষণার ভিত্তিতেই এমন তথ্য জানিয়েছেন তারা। কিন্তু শুষ্ক মরুভূমিতে কিভাবে হাজার হাজার টন পাথর পরিবহন করা হলো? এ প্রসঙ্গে গবেষকরা বলছেন, তারা সেখানে খাল খনন করে নিয়েছিল। এখন সে খালের চিহ্ন নেই।

নীল নদ দিয়ে বহু দূর থেকে পাথরগুলো নিয়ে আসা হয়েছিল। এভাবে তারা ১ লাখ ৭০ হাজার টন পাথর পরিবহন করে নীল নদে। এ কাজে কাঠের নৌকা বা জলযান ব্যবহৃত হয়।

সে সময় নীল নদ সংযুক্ত করে খাল খনন করে তা একেবারে পিরামিড থেকে কয়েক মিটার দূরে নিয়ে যাওয়া হয়। এতে পাথর পরিবহন সহজ হয়ে যায়।

গবেষকরা বলছেন, সম্প্রতি তারা প্যাপিরাস কাগজের একটি দলিল পেয়েছেন, যেখানে লেখা রয়েছে কিভাবে পিরামিড তৈরি হয়েছে। আর তা থেকেই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।

সূত্র : ফক্স নিউজ

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন