আদালতে হাজিরা দিলেন নওয়াজ শরীফ

  26-09-2017 02:17PM


পিএনএস ডেস্ক: তিনটি দুর্নীতিতে জড়িত থাকা সংক্রান্ত রেফান্সের শুনানিতে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) আদালতে মঙ্গলবার হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মাত্র কয়েক মিনিট আদালতে এর আনুষ্ঠানিকতা চলে। এরপরই নওয়াজ শরীফকে চলে যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি তার আগে আদালতকে জানান, তার স্ত্রী কুলসুম নওয়াজ অসুস্থ। দেখাশোনার জন্য তার পাশে থাকা দরকার নওয়াজের। এ কথা বলার পর তাকে চলে যাওয়ার অনুমতি দেয় আদালত। এরপর ১০ মিনিটের জন্য শুনানি মুলতবি রাখা হয়। তারপর যথারীতি আদালতের কার্যক্রম শুরু হয়।

এরপর নওয়াজ শরীফকে আগামী ২রা অক্টোবর আদালতে হাজির হওয়ার সমন দেয়া হয়। ওই দিনই তার বিরুদ্ধে তিনটি রেফারেন্সের ভিত্তিতে অভিযুক্ত করার কথা রয়েছে। ওদিকে আদালত নওয়াজ শরীফের দুই ছেলে হাসান ও হোসেন নওয়াজ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাই ক্যাপ্টেন সাফদারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তাদেরকে জামিন পাওয়ার জন্য ১০ লাখ রুপির বন্ড নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে এনএবি’র আইনী টিম আদালতের কাছে অনুরোধ করে, নওয়াজ শরীফের নাম দেশের এক্সিট কন্ট্রোল লিস্টে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে। এনএবি’র আদালতে নওয়াজ শরীফের হাজিরার সময় উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) বিপুল সংখ্যক নেতাকর্মী। এটাই এ আদালতে নওয়াজ শরীফের প্রথম হাজিরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন