অন্তর্বাসের সঙ্গে ভারতীয় মানচিত্রের তুলনা!

  26-09-2017 05:34PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি বিরাট কোহলিকে ‘ঝাড়ুদার’ বলে বিতর্কে জড়িয়েছিলেন ডেনিস।

গত কয়েকদিন আগে কথা। বিরাট কোহলিকে ‘ঝাড়ুদার’ বলে বিতর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান।

নিজের টুইটারে ঝাড়ু হাতে কোহলিসহ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘বিশ্ব একাদশের ম্যাচের আগে ঝাড়ুদাররা স্টেডিয়াম পরিস্কার করছেন। ’’

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে আবারও বিতর্কে জড়ালেন ডেনিস ফ্রিডম্যান। তবে আগের চেয়ে এবার বড় ধরনের সমালোচনার মুখে পড়েছেন এই অস্ট্রেলিয়ান সাংবাদিক। এই তো দুইদিন আগের কথা। ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন টুইটারে এমন একটি ছবি পোস্ট করেন ডেনিস, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা।

ছবিতে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীর ছাড়া ভারতের একটি মানচিত্র এবং তার পাশেই রাখা একটি নারীর অন্তর্বাস। ছবির ক্যাপশনে লেখা, ‘ফেসবুকে একজন মহিলা এটা পাঠালেন। তবে বুঝতে পারছি না কেন এই ছবির পাশে ভারতের মানচিত্র রেখেছেন তিনি। ’

ডেনিসের পোস্ট করা এই ছবিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে নেটদুনিয়ায়। সূত্র: এবেলা

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন