‘প্রথম বোমা না পড়া পর্যন্ত উ. কোরিয়ার সঙ্গে আলোচনা’

  16-10-2017 01:50PM

পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে সঙ্কটের সমাধান করতে কূটনৈতিক আলোচনার পথে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জোর দিয়ে বলেছেন, প্রথম বোমা পড়ার আগে পর্যন্ত এই চেষ্টা চলবে।

রবিবার এক সাক্ষাৎকারে টিলারসন বলেন, ট্রাম্প কূটনৈতিকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত নিরসন চান। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য আলোচনার পথ খুঁজছে।

দুই দেশের মধ্যে এত দিন ধরে চলা উত্তেজনা ও হুমকি-ধমকির পর কূটনৈতিক সমাধানের চেষ্টার ঘোষণা যথেষ্ট বিস্ময়কর বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ ও কূটনৈতিক প্রচেষ্টা নজিরবিহীন আন্তর্জাতিক ঐক্য এনে দিয়েছে। গত মাসে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট না করার জন্য টিলারসনকে বলেন। তবে এবার টিলারসন একেবারেই উল্টো কথা বললেন।

কোরিয় উপত্যকায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর পরই টিলারসন এই মন্তব্য করলেন। দুই দেশের এই সামরিক মহড়া উসকানি দিচ্ছে উত্তর কোরিয়াকে। পিয়ংইয়ং এর আগে ক্ষোভ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যুদ্ধের মহড়া দিচ্ছে।

এই মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। জাপানের ওপর দিয়ে দেশটি দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলতে পারে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন